- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১২-১২-২০২২, সময়ঃ সন্ধ্যা ০৬:১৭
ঘোড়াঘাটে সরকারি ভাবে শহীদদের স্মরনে আজও বিজয় ফলক নির্মিত হয়নি
ঘোড়াঘাট প্রতিনিধি ►
দিনাজপুরের ঘোড়াঘাটে বিজয়ের দীর্ঘ ৫২বছর পরেও সরকারীভাবে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরনে কোন বিজয় স্তম্ভ নির্মান করা হয়নি। বর্তমানে ঘোড়াঘাট থানার সংলগ্ন জেলা পরিষদের ডাকবাংলার প্রাচীর ঘেষে একটি বিজয় স্তম্ভ জরাজীর্ন অবস্থায় রয়েছে।
শহীদ মুক্তিযোদ্ধা স্মরনে ওই স্মৃতি ফলকটি নির্মান করেছিলেন “নিজেরা করি”নামের একটি বেসরকারী সংগঠনের প্রধান খুশি কবির।
দীর্ঘ বছরের সেই স্মৃতি বিজরিত ফলকটি সংস্কার ও মেরামতের অভাবে জায়গায় জাগায় ফাটল ধরেছে। তাছাড়া শহীদ মুক্তিযোদ্ধাদের খোদায় করা নামগুলিও প্রায় মুছে গেছে। সারা বছর অযতেœ অবহেলায় পড়ে থাকা স্মৃতি ফলকটি বিজয়ের মাস এলেই তড়িঘড়ি করে কিছু চুনকাম ও ঝাউজঙ্গল পরিষ্কার করে দায়সারা কাজ করা হয়।
ঘোড়াঘাট উপজেলার একমাত্র স্মৃতি ফলক যেখানে সরকারিভাবে জাতীয় দিবস পালনের জন্য পুষ্পমাল্য অর্পনসহ সম্মান প্রদর্শন করা হয়। অথচ সেই জরাজীর্ন স্মৃতি ফলক সরকারিভাবে মেরামত করার কোন উদ্যোগ নেই।